সাতক্ষীরার কালিগঞ্জে ঋণের বোঝা বইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা!

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে রাধারমন রায় (৩০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের অনিরুদ্ধ রায়ের ছেলে ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজারের টেলিকম ব্যবসায়ী।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাধারমন রায় দীর্ঘদিন যাবত বাঁশতলা বাজারে মোবাইল ফোন ও যন্ত্রাংশের ব্যবসা করতেন। সম্প্রতি ব্যবসায় লোকসান হওয়ায় তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। মানসিক ভাবে হতাশাগ্রস্ত হয়ে তিনি সকলের অগোচরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের চালের আড়ার সাথে রশির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, রাধারমন রায় রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকতেন। শনিবার দিবাগত রাতে কোনো একসময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। রবিবার সকালে ভিতর থেকে দরজা বন্ধ থাকায় অন্যান্য ব্যবসীয়ারা দোকান ঘরের ভেন্টিলেটর দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

রবিবার বেলা ১১ টার দিকে উপ-পরিদর্শক সিহাবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।