বিসিক ও প্রিজমের উৎপাদনশীলতা বৃদ্ধি ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু
ঢাকার ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে শুরু হয়েছে চার দিনব্যাপী “প্রডাক্টিভিটি ম্যানেজমেন্ট ইনক্লুডিং কাইযেন” শীর্ষক এক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা। এটি যৌথভাবে আয়োজন করেছে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। বুধবার সকালে উত্তরায় স্কিটি মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।
কাইযেন একটি জাপানি পদ্ধতি যার অর্থ ছোট ছোট কিন্তু ধারাবাহিক পরিবর্তন, যাতে বেশী কার্যকরভাবে অপচয় কমে ও উৎপাদনশীলতা বাড়ে। বিসিক কর্মকর্তাদের মধ্যে উৎপাদনশীলতা বৃদ্ধি ও ব্যবস্থাপনা, অপচয় রোধ, পরিকল্পনা বাস্তবায়ন, মিতব্যায়ীতা এবং স্বচ্ছতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে ২০ জন বিসিক কর্মকর্তা অংশগ্রহণ করছেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ শফিকুল আলম ও প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত। ২২ মে পর্যন্ত প্রশিক্ষণ চলবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন