রোজিনাকে হেনাস্থা ও গ্রেফতারের প্রতিবাদে মণিরামপুরে সমাবেশ ও মানবন্ধন
পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলো পত্রিকার জেষ্ঠ্য প্রতিবেদক (সিনিয়র সাংবাদিক) রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে রাজগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২০ মে-২০২১) বিকালে রাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ছিলেন- কবি, সাহিত্যিক ও প্রবীন সাংবাদিক সন্তোষ কুমার দত্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ এরশাদ আলী, সাংস্কৃতিক ও আইসিটি সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য জিএম ফারুখ হুসাইন, রাশেদ আলী প্রমূখ।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে রাজগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্য, এলাকা সুধী সমাজ, সমাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন- করোনাক্রন্তিতে যেখানে মানুষ জীবন বাঁচানোর জন্য সংগ্রাম করে যাচ্ছে সেখানে স্বাস্থ্যখাতের রাঘববোয়ালরা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলছেন। অবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তিসহ মামলা তুলে নিয়ে তার উপর নির্যাতনকারীদের গ্রেফতারসহ শাস্তির দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন