পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার প্যাদা নামের (৪০) এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বালীয়াতলী ইউপির বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার ছয় সন্তানের জনক এবং ওই ইউপির বৈদ্যপাড়া গ্রামের মৃত আবুল কাশেম প্যাদার ছেলে।
বিদ্যুৎস্পৃষ্টের পরপরই স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ঘটনার সময় মৃতের বোন জামাতা রেজাউল মিয়ার বাড়ির একতলার ছাদে ইমারত নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন দেলোয়ার। এসময় অসাবধানতায় ভবনের পাশে থাকা বিদ্যুৎ সংযোগের মেইন তারের সাথে স্পর্শ লেগে ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যান তিনি।’
কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, ‘বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















