বুদ্ধ পূর্ণিমার ছুটিতে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ
বুদ্ধ পূর্ণিমার ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে বন্ধ রয়েছে আমদানি-রফতানি। তবে ছাড়পত্র নেয়া আটকে পড়া পাসপোর্টধারী যাত্রীরা নিজ নিজ দেশে ফিরতে পারবেন।
বুধবার (২৬ মে) সকাল থেকে দু’দেশের মধ্যে বন্ধ রয়েছে বাণিজ্য।
আমদানি-রফতানি বন্ধ থাকায় বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। এসবের মধ্যে পচনশীল পণ্যসহ শতভাগ রফতানিমুখী প্রতিষ্ঠানের কাঁচামালও রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধের মধ্যে বন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল থেকে বন্দরের কার্যক্রম আবার শুরু হবে।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশঙ্ক শেখর ভট্রাচার্য বলেন, বুধবার উভয়দেশে বুদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, বন্দরে বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রীরা দূতাবাস থেকে ছাড়পত্র নিয়ে যাওয়া-আসা করতে পারবেন। কিন্তু ভারত ফেরতদের অবশ্যই ১৪ দিন নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন