মঠবাড়িয়ায় ‘বান্ধবপাড়া মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র কমিটি গঠন
মঠবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বান্ধবপাড়া আলিম মাদ্রাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের একই প্লাটফর্মে যুক্ত করার লক্ষ্যে “বান্ধবপাড়া মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন”র শুভ সূচনা হয়েছে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দ্যেশে গত ১৮মে, ২০২১ খ্রিঃ রোজ মঙ্গলবার অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে মাদ্রসা প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সাবেক শিক্ষার্থীদের সুপারিশের ভিত্তিতে সাত (৭) সদস্য বিশিষ্ট প্রস্তুতিমূলক আহবায়ক (প্রিপারেটরি সেক্রেটারিয়েট ) কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহবায়ক মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী, জনাব মোঃ মোজাম্মেল হক জমাদ্দার (দাঃ ব্যাচ- ২০০২), প্রভাষক- সরকারি বি এম কলেজ, বরিশাল এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী জনাব মোঃ আমিনুল ইসলাম সোহাগ (দাঃ ব্যাচ-২০০৯), সহকারী শিক্ষক, গভঃ প্রাইমারি স্কুল, এছাড়াও উক্ত কমিটিতে আহবায়ক সদস্য করা হয়েছে- জনাব, মোঃ রাকিবুল ইসলাম নাছির (দাঃ ব্যাচ-২০০২), সহকারী শিক্ষক-ইংরেজি, হোগলপাতি ডৌয়াতলা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, জনাব মোঃ মুহিব্বুল্লাহ মুহিব (দাঃ ব্যাচ-২০০৩), প্রভাষক-ইংরেজি, বান্ধবপাড়া আলিম মাদ্রাসা, জনাব মোঃ রিয়াজুল ইসলাম পহলান (দাঃ ব্যাচ-২০০৪), অধ্যক্ষ, বান্ধবপাড়া বদরুন্নেসা প্রি- ক্যাডেট এন্ড কলেজিয়েট স্কুল, জনাব মোঃ ইমরান হোসেন বাবু (দাঃ ব্যাচ-২০১০),সদস্য, বাংলাদেশ পুলিশ জনাব মাওঃ মোঃ আরিফ বিল্লাহ (দাঃ ব্যাচ-২০১১), ঈমাম ও খতিব, সিএন্ডবি বাজার জামে মসজিদ। আহবায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের জন্য একটি খসড়া গঠনতন্ত্র, সদস্য সংগ্রহ ফরম তৈরি এবং পূর্নাঙ্গ কমিটির সুপারিশ করবে।
আহবায়ক কমিটির পক্ষ থেকে বান্ধবপাড়া ছালেহিয়া আলিম মাদ্রাসা’র আগ্রহী সকল প্রাক্তন শিক্ষার্থীদের উক্ত অ্যাসোসিয়েশনে রেজিস্ট্রেশন করে একজন গর্বিত সদস্য হয়ে এ মহতী উদ্যোগকে সফল করতে অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনটির ফেজবুক গ্রুপে জয়েন করুন এই ঠিকানায়- (https://www.facebook.com/groups/399918737677979) অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করুন-০১৭১৯০১৪৮৩০ (আহবায়ক), ০১৭১২৮১৪৬০৫ (সদস্য সচিব),০১৭৩৪৩৮৬২৫৮ (সদস্য), ০১৭১৪২৪২২৬৫ (সদস্য), ০১৭৪৬৮৪৪৩১৪ (সদস্য),০১৭৩৬১৪০৮০৪ (সদস্য), ০১৭১৯০৯০১০৮ (সদস্য)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন