কুড়িগ্রামে চরাঞ্চলে চুক্তিবদ্ধ ছাগল পালনে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
কুড়িগ্রামে চরাঞ্চলে চুক্তিবদ্ধ ছাগল পালন কার্যক্রমের উপর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সলিডারিটি প্রশিক্ষন কেন্দ্রে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে মহিদেব যুব সমাজ সমিতির মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস প্রকল্প।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো: হাবিবুর রহমান, মহিদেব এর পরিচালক শ্যামল চন্দ্র সরকার, সুইস কন্ট্রাক্ট এর ইন্টারভেশন এরিয়া ম্যানেজার মো: আনোয়ারুল ইসলাম, ক্লাস্টার অফিসার শ্রী পদ সরকার, মো: ফরহাদ হোসেন, এসকে এফ এগ্রো কোম্পানীর রিজিওনাল ম্যানেজার মো: আসিফ প্রমুখ।
কর্মশালায় ছাগল পালনে চরাঞ্চলের চুক্তিবদ্ধ ২৫ গ্রাম্য পশু চিকিৎসক অংশ নেয়। এতে ছাগলের পিপিআর রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসার উপর বিস্তারিত আলোচনা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন