নরসিংদীর শিবপুরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদের আহবায়ক কমিটি গঠন
নরসিংদীর শিবপুরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় মোঃ আলমগীর কবীর মৃধা আঙ্গুরকে আহবায়ক ও মোঃ মনির উদ্দিন মাস্টারকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হারনুর রশীদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিল, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক রাশেল প্রধান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনারা আক্তার, দপ্তর সম্পাদক শেখ রাব্বির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সোহেল শেখ, উপ-দপ্তর সম্পাদক মোঃ মাসুম খান, কাশিমপুর থানা সভাপতি সভাপতি মনির হোসেন খান।
নবগঠিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদের আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল কবীর আনোয়ার, এডভোকেট খোরশেদ, আব্দুল করিম খান, সদস্য আলহাজ্ব মোহসীন মাস্টার, মোঃ মতিউর রহমান ভূইয়া কাবিল ও আফিয়া বেগম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন