চাকরির প্রলোভনে ধর্ষণ, চট্টগ্রামে আটক ৬
চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রেখে ধর্ষণের দায়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ ছয়জনকে আটক করেছে র্যাব। এ সময় ভুক্তভোগী চার তরুণীকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুন) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- মো. বাবুল (৫০), মো. নয়ন (৩২), মো. শহীদ (২২), আব্দুল হালিম (৪০), মালা বেগম (৪০), ও সালমা বেগম (২৫)।
র্যাব জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গা থেকে গরীব, অসহায়, এতিম নারী ও শিশুদের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম শহরে এনে ভাড়া করা বাসায় আটকে রেখে যৌনতায় বাধ্য করা হচ্ছে, এমন অভিযোগে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। একপর্যায়ে গোপন সূত্রে বেশ কিছু বাসার সন্ধান পাওয়া যায়। এরপর গতকাল (বৃহস্পতিবার) দিনে ও রাতে এসব বাসায় অভিযান চালিয়ে চার তরুণীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, ‘আটক দুই নারীসহ ছয়জনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন