সাতক্ষীরায় লকডাউনেও করোনা আক্রান্ত ও উপসর্গে ৯ জনের মৃত্যু
সাতক্ষীরায় চলমান লকডাউনের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, ‘করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন।’
এনিয়ে, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৮২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৪৫ দশমিক ৭৬ শতাংশ।
অপরদিকে, চলমান লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই সাধারন মানুষের মাঝে। লকডাউনের মধ্যে শহর ও গ্রাম অঞ্চলের হাট বাজার গুলোতে মানুষের ভিড় লক্ষনীয়। এরই মধ্যে শহর ও গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ।
সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, ‘সাধারণ মানুষ কিছুতেই স্বাস্থ্য বিধি মানছেন না। এমন পরিস্থিতিতে লকডাউন আরো জোরদার করতে হবে।’
তিনি এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন