বগুড়ায় ট্রাকসহ ১৭ টন সার উদ্ধার; আটক- ৫
বগুড়ায় কালোবাজারে বিক্রির উদ্যেশে রাখা ১৭ টন সার জব্দসহ ৫ জন ডিলারকে আটক করে বগুড়া র্যাবের একটি আভিযানিক দল।
শুক্রবার (২৫ জুন) বিকেলে কাহালু থানার দুর্গাপুর-জামাদার বাজারগামী পাঁকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে ৩৫০ বস্তা সার বোঝাই ট্রাক (বগুড়া-ট-১১-০৯২৩) জব্দ করে।
আটককৃতরা হলেন বগুড়া জেলার নন্দীগ্রাম থানার ভাটগ্রাম এলাকার আয়েত আলীর ছেলে রুহুল আমিন (৩৫), আদমদিঘী থানার সুদিন এলাকার মৃত শওকত আলীর ছেলে নওশাদ (৪৬), আদমদীঘি বাজার এলাকার মৃত ফজলুল হকের ছেলে এমদাদুল হক (৪৩), শালগ্রাম এলাকার খোরশেদ আলীর ছেলে ফজলুল হক (৫৫) এবং আদমদীঘি বাজার এলাকার মৃত নাসিউল হকে ছেলে এহসানুল করীম (৪৭)।
ট্রাকটিতে টিএসপি ও এমওপির ৩৫০ বস্তা সার ছিলো।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্র জানায়, কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। পরে বগুড়া জেলার কাহালু থানায় তাদের সোপর্দ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন