চট্টগ্রামের সাতকানিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জুম বাংলাদেশের ফল উৎসব

মানব সেবায় একের পর এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির মধ্যে দিয়ে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে জুম বাংলাদেশ নামক সংগঠন। এবার চট্টগ্রামের সাতকানিয়ায় জুম বাংলাদেশ এর ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন শনিবার সাতকানিয়া উপজেলা সোনাকানিয়া ইউনিয়নে আছারতলী মেছামোড়া নুরানিও মাদ্রাসা চত্বরে এ উৎসবের আয়োজন করে জুম বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশন। উৎসবে ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়।

জুম বাংলাদেশ চট্টগ্রাম শাখার সহপরিচালক মোঃ শাহাজাহানের পরিচালনায় অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা ডাক্তার জাফর আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিষ্ট সমাজ সেবক ও তরুণ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মদিনা প্রবাসী ফোরামের সভাপতি মোঃ মহিউদ্দীন ও আলী মোহাম্মদ জিয়া।

জুম বাংলাদেশ চট্টগ্রাম শাখার পরিচালক সাংবাদিক মোহাম্মদ আলী রাশেদের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মাঈনুল ইসলাম মানিক, মোহাম্মদ রাশেদ, আমির হোসেন,মোক্তার আহমেদ, যুবলীগ নেতা মোহাম্মদ আজম ও ছাত্রলীগ নেতা মোহাম্মদ শহিদ প্রমুখ।

আম, জাম, কলা, লিচু, আনারস, কাঁঠাল, পেয়ারা সহ দেশি বিভিন্ন সুস্বাদু ফল দিয়ে সাজানো হয় এ উৎসব।