ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
লকডাউনের মধ্যে সোমবারও (২৮ জুন) দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড় অব্যাহত রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। চেকপোস্ট থাকা সত্ত্বেও সকাল থেকে ঘাটে হাজার হাজার যাত্রী এসে ভিড় জমায়। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় একমাত্র ফেরিতে যাত্রী পার হচ্ছে।
প্রায় একই চিত্র পাটুরিয়া-দৌলদিয়া ঘাটেও।
এর আগে রবিবারও (২৭ জুন) শিমুলিয়া ঘাটে ছিলো উপচেপড়া ভিড়।
দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ছোট ছোট যানবাহনে ভেঙে ভেঙে ও হেঁটে যাত্রীরা ফেরি ঘাটে আসছে। মানুষ গাদাগাদি করে ফেরিতে উঠছে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব কোনটাই মানছেনা যাত্রীরা।
যাত্রীর চাপে ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। পণ্যবাহী ও জরুরি যানবাহন উঠার আগেই যাত্রীরা ফেরিতে উঠে যাচ্ছে। এতে দেড় শতাধিক পণ্যবাহী যান ঘাটে পার হওয়ার অপেক্ষায় রয়েছে।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র এজিএম (মেরিন) আহাম্মদ আলী বলেন, ‘১৬টি ফেরির মধ্যে ১৫ ফেরি চলাচল করছে। লঞ্চ-স্পিডবোর্ট বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেশি। পণ্যবাহী ও জরুরি যান উঠার আগেই ফেরিতে যাত্রী উঠে যাচ্ছে। দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ঘাটে পার হওয়ার অপেক্ষায় রয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন