সাতক্ষীরার কালিগঞ্জে গাঁজাসহ যুবক আটক

সাতক্ষীরার কালিগঞ্জে ৪শ’ গ্রাম গাঁজাসহ শামীম হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আটককৃত আসামি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আইয়ুব আলী গাজীর ছেলে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ জুন) রাত সাড়ে ১০ টার দিকে থানার উপ-পুলিশ পরিদর্শক হাসানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আটককৃত আসামির বাড়ি থেকে ৪শ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।’

‘গ্রেফতারকৃত আসামিকে সোমবার (২৮ জুন) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।’