নরসিংদীতে আ.লীগের নেতা-কর্মীদের সাথে স্থানীয় এমপি’র মতবিনিময়
নরসিংদীর রায়পুরায় উপজেলা আওয়ামিলীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
বৃহস্পতিবার (১জুলাই) শাহীন জেনারেল হাসপাতালের সত্তাধিকারী ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম শাহীনের বাসায় (শাহীন গার্ডেনে)-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গুরত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
রায়পুরা উপজেলা আওযামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান এবং নিম্ন আয়ের লোকদের সাহায্য সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি এড. ইউনুস আলী ভূইয়া, অলিপুরা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আল আমিন ভূইয়া মাসুদ, আনোয়ার হোসেন হালিম, নাসির উদ্দিন খান, তাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন