লকডাউন আর বৃষ্টিতে রাজধানী যেন এক অচেনা শহর
করোনা সংক্রমণ রোধে দেশে চলছে দ্বিতীয় দিনের ‘কঠোর বিধিনিষেধ।’ লকডাউনের দ্বিতীয় দিন বৃষ্টি ও সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। দুই দিন আগেও যে রাজধানীতে চিরচেনা যানজট লেগে থাকতো আজ সেসব সড়ক নেই যানজট, মানুষের জটলা। এ যেন অন্যরকম এক ঢাকা। দিনদুপুরে সড়কগুলো প্রায় নিরিবিলি। চিরচেনা শহরটি হঠাৎ অচেনা হয়ে পড়েছে।
শুক্রবার সকালে মগবাজার, মিরপুর, শাহবাগ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। অলগলিতে কিছু মানুষের আনাগোনা দেখা গেলেও প্রধান সড়কগুলো অনেকটাই ফাঁকা। নিত্যপণ্যের কিছু দোকানপাট ও কাঁচাবাজার খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি অনেকটাই কম।
রাজধানীতে আগের দিনের মতই বিভিন্ন মোড়ে রয়েছে আইন শৃঙ্খলাবাহিনীর চেকপোস্ট। শুক্রবার দ্বিতীয় দিনেও মাঠে তৎপর রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে। গাড়ি থামিয়ে ও পথচারীদের দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন।
সরকারি নির্দেশনা প্রতিপালনে আজও সকাল থেকে একযোগে ডিএমপি’র ক্রাইম, ট্রাফিক ও গোয়েন্দা বিভাগ মাঠে কাজ করেছে। পাশাপাশি প্রত্যেকটি বিভাগেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, প্রথম দিনের মতো আজও অতিপ্রয়োজনীয় যানবাহন, রিকশা ও পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেখা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন