পরিত্যক্ত লোহার টুকরো দিয়ে গিটার বানালেন কুমিল্লার জুনায়িদ
পরিত্যক্ত লোহার টুকরো এখন আর ফেলনা নয়। কেননা, সেগুলো দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন সুরেলা গিটার। শুধুই কি গিটার? না, পরিত্যক্ত লোহার টুকরো থেকে তৈরি হচ্ছে পাখি, ফুলসহ আরো অনেক দৃষ্টিনন্দন জিনিস। আর এসবের পেছনের কারিগর কুমিল্লার ছেলে জুনায়িদ মোস্তফা। অনেকটা তার হাতের ছোঁয়ায় যেন প্রাণ পায় লোহা বা স্টিলের ভাস্কর্য গুলো। এছাড়া তৈরি করা হয়েছে ধর্মীয় বিষয় মনুমেন্ট। এগুলো শোভা পাচ্ছে নগরীর নানুয়ার দিঘির পাড়, বেপারী পুকুর পাড় ও ধর্মসাগর পাড়ে।
কুমিল্লার ছেলে জুনায়িদ মোস্তফা। শহরেই তার বেড়ে উঠা। শৈশবে পরিষ্কার পরিচ্ছন্ন আবাসিক শহর হিসেবে দেখেছেন কুমিল্লাকে। সেই কুমিল্লা নগরীকে তিনি তার শিল্প কর্ম দিয়ে সাজাতে চান। এছাড়া তিনি শচীন দেব বর্মণের বাড়ির বাউন্ডারিসহ বিভিন্ন দেয়াল রাঙিয়ে তুলেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র জুনায়িদ মোস্তফা পেশায় বিজ্ঞাপন নির্মাতা।
তিনি বলেন, আমি ছাপ চিত্র নিয়ে পড়েছি। তবে মেটাল নিয়ে কাজ করার আগ্রহ ছোট বেলা থেকে। ভাঙারি থেকে কিছু কাজ করেছি। সেখানে মূল্যবান লোহাও রয়েছে। এছাড়া নতুন মেটাল দিয়ে বিভিন্ন কাজ করেছি। বাবা সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী। তাকে দেখেছি, সাংবাদিকতার পাশাপাশি ঘরের খেয়ে বসেন মোষ তাড়াতে। শিক্ষা চিকিৎসায় মানুষের পাশে দাঁড়াতে। সেই ধারা থেকে আমারও ইচ্ছে হলো নিজের শহরের জন্য কিছু করার। আমি একটু আঁকতে আর ভাস্কর্য বানাতে পারি। তাই স্ত্রীকে সাথে নিয়ে নেমে পড়ি। এর আগে ডাস্টবিন রঙিন করি। যেন মানুষ ডাস্টবিনকে গুরুত্ব দেয়। বাইরে ময়লা না ফেলে। শহরকে যেন পরিষ্কার রাখে। এ কাজে কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, সাংস্কৃতিক সংগঠক নাজমুল হাসান পাখী, স্ত্রী জানভীসহ কিছু সৃজনশীল মানুষের সহযোগিতা পেয়েছি। নগরীকে সুন্দর করে সাজানোর খুব ইচ্ছে আমার।
সাংস্কৃতিক সংগঠক নাজমুল হাসান পাখী বলেন, জুনায়িদের কাজ গুলো ব্যতিক্রম। তার মতো সবাইকে নিজ অবস্থান থেকে পরিবেশ সাজাতে ভূমিকা রাখা প্রয়োজন।
কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, জুনায়িদ এর আগে শহরকে সুন্দর রাখতে ডাস্টবিনে আর্ট করছেন। এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। সবাই এগিয়ে না এলে শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা যাবে না। আমার অবস্থান থেকে তাকে ভবিষ্যতেও সহযোগিতা করবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন