নরসিংদীর রায়পুরায় গরুর হাটে লোকে লোকারণ্য, মাস্ক নেই কারও মুখে!

নরসিংদীতে রাযপুরা উপজেলা শিবপুর গরুর হাটের এই অবস্থা দ্রত ধনী নেই মুখে মাক্স এখানে শনিবার প্রায় কয়েক হাজার গর আনা হয়েছে বিক্রির জন্য। এসব গরর চারপাশে কয়েক হাজার ক্রেতা-বিক্রেতার জটলা। অনেকের মুখেই মাস্ক নেই। কেউই সামাজিক দূরত্ব মানছেন না। ক্রেতাদের সঙ্গে বেশ কিছুসংখ্যক শিশুরও দেখা মেলে। এ চিত্র শনিবার পুটিয়া কোরবানির পশুর হাটের। এভাবে অবাধে ঘুরে বেড়ানোর কারণে করোনাভাইরাসের সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওই হাটের অন্যতম উদ্যোক্তা হাশিমপুর এলাকার মো. জয়নাল আবেদীন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও সারা দিনব্যাপী কোরবানির পশুর হাট বসানো হয়েছে। করোনার কারণে এবারের পরিস্থিতি ভিন্ন। কিন্তু মানুষের মধ্যে নেই কোন গণসচেতনতা।

এদিকে আজ ১১ ই জুলাই নরসিংদীর পুটিয়া গরর হাট বাজারে সংবাদ কর্মী রদ্র সংবাদ কালেকশন করতে গেলে বাজার কর্তৃপক্ষ সংবাদ কর্মী রদ্রকে তাদের অফিসে নিয়ে ম্যানেজ করার চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা ব্যর্থ হয়ে বলেন, সামাজিক দূরত্ব বর্তমানে কোথাও মানা হচ্ছে না। তাই আমরা এই ঐতিহ্যবাহী হাট বসিয়েছি। তাছাড়া আমরা ইউএনও স্যারের নির্দেশ নিয়ে এই বাজার চালু করেছি।

আজ শনিবার বেলা দেড়টায় ওই হাট ঘুরে দেখা যায়, সেখানে ছোট, মাঝারি ও বড় আকারের হাজারেরও বেশি গর বিক্রির জন্য সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতারা কোনো সামাজিক দূরত্ব না মেনেই গায়ের সঙ্গে গা লাগিয়ে দরাদরি করছেন। অধিকাংশ ক্রেতা-বিক্রেতারই মুখে মাস্ক নেই। বেশ কিছু ক্রেতার সঙ্গে এসেছে তাঁদের শিশুসন্তানেরাও। এসব শিশুর মুখেও মাস্ক নেই। কয়েকজন ক্রেতাকে হাত ধরাধরি করেও ঘোরাফেরা করতে দেখা গেছে।