ইউনাইটেড সাতক্ষীরা গ্রুপের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন

ঘূর্ণিঝড় ইয়াস এর ফলে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে পানিবন্দী হয়ে হাজার হাজার মানুষের জীবন যাত্রা দূর্বিসহ হয়ে পড়েছে সেই সাথে করোনার প্রকোপ এবং লকডাউনের ফলে মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের তিন বেলা খাবার জুটানোই কষ্টসাধ্য হয়ে গেছে।

রুজি রোজগারের কোনো উপায় নেই এমন অসহায় ২০ টি পরিবারের হাতে রবিবার (১১ জুলাই) বেলা ১২ টায় ‘ইউনাইটেড সাতক্ষীরা’ গ্রুপের পক্ষ থেকে এ ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার প্রতিনিধি মুজাহিদ ইসলাম মিনার, গোলাম রাব্বানী, ফাহাদ আহমেদ এবং আশাশুনি উপজেলার প্রতিনিধি সুলাইমান, আল আমিন সরদার, আবু সাইদ প্রমূখ।

বাজার সামগ্রীর প্যাকেজের মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সেমাই, চিনি, মুড়ি, সাবান, মাস্ক এবং ঔষধ।

এ সময় ইউনাইটেড সাতক্ষীরা গ্রুপের এডমিন
উম্মে ফোয়ারা রানি বলেন, আসুন সবাই নিজের সামর্থ অনুযায়ী কর্মহীন অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ায়ই।
আপনাদের সকলের সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টায় পারে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে।

নিজের জেলা সাতক্ষীরাকে আরো একধাপ এগিয়ে নিতে এবং নিজেকে ভালো কাজের সাথে সংযুক্ত রাখতে গ্রুপের সাথেই থাকবেন।
ধন্যবাদ।