যশোরের রাজগঞ্জে বিদ্যুৎস্পর্শে এক দিনের ব্যবধানে দুই জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিদ্যুৎস্পর্শে এক দিনের ব্যবধানে মামুনুর রশিদ লাল্টু ও সুরাইয়া খাতুন নামের দুই জনের মৃত্যু হয়েছে।

গত বুধবার (২১ জুলাই- ২০২১) পবিত্র ঈদুল আযহার দিন সকাল সাড়ে ৭টার দিকে রাজগঞ্জের খালিয়া গ্রামে ও শুক্রবার (২৩ জুলাই- ২০২১) দুপুরে হানুয়ার গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

জানাগেছে- মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ও যশোর জেলা মানবাধিকার কমিটির সভাপতি মামুনুর রশিদ লাল্টু, খালিয়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে পবিত্র ঈদুল আযহার নামাজ পড়তে যাবে বলে বুধবার সকালে নিজবাড়ির টিউবওয়েলে গোসল করতে যেয়ে, টিউবওয়েলের সাথে লাগানো বিদ্যুৎ চালিত মোটরের সুইচ দিলে, পানি না ওঠায় তার (ক্যাবল) ধরে নাড়া দিতেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। চিৎকার দিলে সঙ্গে সঙ্গে লোকজন এসে উদ্ধার করে, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান লাল্টু।

এদিকে- শুক্রবার দুপুরে রাজগঞ্জের হানুয়ার গ্রামের মোবাইল মিস্ত্রী আবু দাউতের সহধর্মিনী সুরাইয়া খাতুন (২৮) নামের এক গৃহবধু বাড়ির গোসল খানায় বিদ্যুৎ চালিত মোটর চালিয়ে গোসল করছিলো। ভিজা হাতে মোটরের সুইচ বন্ধ করতে গেলেই বিদ্যুতায়িত হয়ে সেখানেই মৃত্যু বরণ করেন। পরে, টের পেয়ে ঘটনাস্থল থেকে বাড়ির লোকজন মৃত দেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুর রশীদ এ মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন এবং ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম বলেন- পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন অনুমোতি দেওয়া হয়েছে। উভয় ব্যক্তির অকাল মৃত্যুতে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।