নরসিংদীতে একদিনে ৯৭ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে একদিনে আরও ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৬ হাজার ৪৩২ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ২৬০ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৩৭ দশমিক ৩ শতাংশ।
শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৩ জন, রায়পুরায় ৮ জন, বেলাবতে ১৮ জন, মনোহরদীতে ৭জন ও শিবপুরে ৪১ জন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায ৩৭২৩ জন, শিবপুরে ৬৬৮ জন, পলাশে ১০৩৯ জন, মনোহরদীতে ৩০৯ জন, বেলাবোতে ৩৫০ জন ও রায়পুরাতে ৩৪৩ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৫ হাজার ৭০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১৫৩৪ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৭০ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১৪৬৪ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭০ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৪, পলাশে ০৬, বেলাব ০৭, রায়পুরা ০৯, মনোহরদী ০৫ ও শিবপুরে ০৯ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন