বগুড়ার শিবগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত
বগুড়ার শিবগঞ্জে বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। রোববার (১ আগস্ট) রাতে বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সোনাতলা উপজেলার কুশারঘুপ গ্রামের গ্রামীণ ব্যাংক কর্মকর্তা আলতাফ হোসেনের স্ত্রী জেসমিন আক্তার শিমু (৪০) ও তার মেয়ে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী আফরিন জাহান অমি (১৬)।
আহত ব্যাংক কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে গ্রাম থেকে বগুড়ার লতিফপুর মধ্যপাড়ার বাসায় ফিরছিলেন। বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে স্ত্রী ও মেয়ে রাস্তায় ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা বগুড়াগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মা ও মেয়ে মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।
বগুড়া শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলজার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও পুলিশ না আসায় স্বজনরা মরদেহ নিয়ে বাড়ি যান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন