নরসিংদী

লকডাউনে ঢাকা-সিলেট মহাসড়কে চলছে বিআরটিসি বাস!

নরসিংদী সহ সারাদেশে করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকানোর জন্য সরকার ‘লকডাউন’ বা চলাচলে বিধিনিষেধ দিলেও ৪ আগস্ট বুধবার সকাল ৮টা হতে নিয়ম না মেনে বিআরটিসি বাস সহ সাধারণ বাস চলাচল করতে দেখা গেছে।

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন রাস্তায় এদিন সকাল থেকেই বাসগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী পরিবহন লক্ষ্য করা গেছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টরা বরাবরের মতোই উদাসীন।

জেলাখানার মোড়ের টাটা পরিবহনের চালক আসাদ মিয়া বলেন, ‘রাস্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের ম্যানেজ করে চালাচ্ছি গাড়ি। কিসের আবার বিধি নিষেধ। টাকাই সব।’

এদিকে ৮৮ সিরিয়ালের বিআরটিসি’র এক চালক বলেন, ‘কিছু বাড়তি লাভের আশায় জরিমানা জেনেও রাস্তার কর্মকর্তাদের ফাঁকি দিয়ে চালাচ্ছি গাড়ি। অথচ কঠোর লক ডাউন চললেও এই পর্যন্ত কোন অনুদান কিংবা সাহায্য সহযোগিতা পাই নাই। তাই আমাকে বাধ্য হয়ে রাস্তায় গাড়ি নিয়ে নামতে হচ্ছে।’

রাস্তায় যেসব বাস চলতে দেখা গেছে সেখানে অধিকাংশ চালক এবং তাদের সহকারীর মুখে কোন মাস্ক পরিধান করতে দেখা যায়নি। অনেকে ভুয়া “জরুরী কাজে নিয়োজিত” নেমপ্লেট ব্যবহার করে ফাঁকি দিয়ে গাড়ি চালাচ্ছে।

নরসিংদীর জেলখানা মোড়ে দায়িত্বরত এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘কিছু কিছু গাড়ী চলাচল করছে। সব গাড়ি তো আর ধরা যায় না। সবার চিন্তা ভাবনাই করতে হয়। আমরা উপর মহল থেকে তেমন কঠোর বিধি নিষেধ দেওয়ার আদেশ পাই নি। তাই আমরা কিছুটা ঢিলে ঢিলে কাজ করছি।’