ইউনিয়ন পর্যায়ে গণটিকার প্রথম দিনে মানুষের ঢল
সারাদেশে ইউনিয়ন পর্যায়ে শনিবার (৭ আগস্ট) থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।
এদিন সকাল ৯টায় ১৫ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত।
আগামী ১২ আগস্ট পর্যন্ত সারাদেশে ক্যাম্পেইন চালিয়ে ৩২ লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে।
গণটিকার প্রথমদিনে মানুষের ঢল দেখা গেছে। মানুষ আগ্রহ নিয়ে টিকা দিতে কেন্দ্রে এসেছেন। গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষ ছয় দিনে পর্যায়ক্রমে টিকা পাবেন। এছাড়াও মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরও টিকা দেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন