লালমনিরহাটে হাইওয়ে পুলিশের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
লালমনিরহাটের হাতীবান্ধা হাইওয়ে পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বড়খাতা হাইওয়ে থানা পুলিশের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বড়খাতা হাইওয়ে থানাা পুলিশের ওসি আব্দুল হাকিম আজাদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার বি সার্কেল তাপস সরকার।
এতে ববক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার নূরুজ্জামান, হাতীবান্ধার ওসি এরশাদুল আলম, পাটগ্রামের ওসি ওমর ফারুক, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবণ, সম্পাদক নূরল হক, সিনিয়র সাংবাদিক কাজী আলতাব হোসেন ও মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু প্রমুখ ।
মতবিনিময় সভায় হাতীবান্ধায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন