কুড়িগ্রামে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকিতে পালন
কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে দাদামোড়স্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন,আলোচনাসভা ও ,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরেবৈশ্বিক মহামারী করোনা থেকে সুরক্ষায় সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
বুধবার সকালে দাদামোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,মোসলেম উদ্দিন মোল্লা,আজহারুল ইসলাম মানু,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শফিউল আলম সফি চেয়ারম্যান, সদর, থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান,পৌর বিএনপির মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন,হেদায়েত হোসেন এলিচ, শ্রম বিষয়ক সম্পাদক রফিয়াল হোসেন,সহ প্রচার সম্পাদক মোফাচ্ছেল হক,জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক টিপু খাঁন,সাংগঠনিক সম্পাদক রজব আলী,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সম্পাদক হাসান জোবায়ের হিমেল,যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল,সরোয়ার হোসেন সাওন,সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন,স্বেচ্ছাসেবকদলের রিজন,কাজল, আজিজুলমোমিন সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দেশ জাতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কারামুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেই সাথে বৈশ্বিক মহামারী করোনা থেকে সুরক্ষায় সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন