আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না বাংলাদেশ
আফগানিস্তানে তালেবানের অন্তভর্তিকালীন সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ। বুধবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তবে দেশটির উন্নয়নে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উদ্যোগ নিলে তাতে ঢাকার সমর্থন থাকবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান।মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নেতৃত্ব দেবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। পাশাপাশি তার ডেপুটি হিসেবে কাজ করবেন সশস্ত্র ইসলামি এই গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন