চলতি একাদশ সংসদে রেকর্ড ১৯ এমপির মৃত্যু
চলতি একাদশ জাতীয় সংসদের (পৌনে ৩ বছর) এ পর্যন্ত করোনা ও নানাবিধ অসুস্থতায় ১৯ জন সংসদ সদস্য মারা গেছেন। এর আগে সংসদের ইতিহাসে এত স্বল্প সময়ের ব্যবধানে এত সংখ্যক সংসদ সদস্যের মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চলতি সংসদে মৃতদের মধ্যে- ১৭ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের, ২ জন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির। এরমেধ্য ৪ জন করোনায় মারা যান।
তথ্য মতে, গতকাল সোমবার নানা স্বাস্থ্যগত জটিলতায় আক্রান্ত হয়ে মারা যান জাতীয় পার্টির (জাপা) সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী।
২০১৯ সালে মারা যাওয়াদের মধ্যে ৩ জানুয়ারি কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ৯ জুলাই মারা যান আওয়ামী লীগের এমপি রুশেমা বেগম (মহিলা আসন-৩৪), ১৪ জুলাই সংসদের বিরোধীদলীয় নেতা, দেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ, ৭ নভেম্বর বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি চট্টগ্রাম-৮ মঈন উদ্দীন খান বাদল ও ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের এমপি গাইবান্ধা-৩ আসনের মো. ইউনুস আলী সরকার রয়েছেন।
২০২০ সালে মারা যাওয়াদের মধ্যে ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন, ১৮ জানুয়ারি বগুড়া-১ আসনের আবদুল মান্নান, ২১ জানুয়ারি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী যশোর-৬ আসনের ইসমাত আরা সাদেক, ২ এপ্রিল মারা যান সাবেক ভূমিমন্ত্রী পাবনা-৪ আসনের শামসুর রহমান শরীফ, ৬ মে ঢাকা-৫ আসনের হাবিবুর রহমান মোল্লা, ১৩ জুন সংসদ সদস্যদে মধ্যে সর্বপ্রথম করোনায় মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম, ১০ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-১৮ আসনের সাহারা খাতুন এবং ২৭ জুলাই করোনায় মারা যান নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম রয়েছেন।
এছাড়া চলতি বছরে মারা যাওয়াদের মধ্যে ১১ মার্চ সিলেট-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আসলামুল হক, ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু, ৩০ জুলাই কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এবং ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ আসনের হাসিবুর রহমান স্বপন রয়েছেন।
উল্লেখ্য, দশম সংসদের পুরো ৫ বছরের মেয়াদে দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও একজন বিরোধীদলীয় হুইপসহ ১৫ জন এমপি মারা যান। তাদের মধ্যে ১২ জন আওয়ামী লীগের। ৩ জন ছিলেন জাতীয় পার্টির সদস্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন