নওগাঁর পত্নীতলায় ৫৫০ জনের মাঝে মাতৃকালিন ভাতা প্রদান
নওগাঁর পত্নীতলায় চলতি বছরে ৫৫০জনের মাঝে মাতৃকালিন ভাতা প্রদান করা হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর অংশ হিসেবে চলতি বছরে উপজেলার ৫৫০জন উপকার ভোগীদের তিনদিন ব্যাপী ভাতা বিতরণ ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, নজিপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা খাতুন, ফারহানা বেগম, শাহানাজ বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী নাসরীন বানু, ব্যাংক কর্মকর্তা সহ ভাতা গ্রহনকারীরা প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন