করোনা: চার মাসে সর্বনিম্ন মৃত্যু, শনাক্তের হার ৪.১২
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের।এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৪৮৭ জনে।গত চার মাসে দেশে করোনায় আক্রান্ত হয়ে এটি সর্বনিম্ন মৃত্যু।এর আগে গত ২৬ মে ১৭ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়ে ১ হাজার ১৭৮ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জনে। নমুনা পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ১২ শতাংশ।গত ২৪ ঘন্টায় ২৮ হাজার ৫৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার ৩১ জনের মৃত্যু হয়।শনাক্ত হয় ১ হাজার ৩১০ জন। সোমবার ২৫ জনের মৃত্যু হয়, শনাক্ত হয় ১ হাজার ২১২ জন। রোববার মৃত্যু হয় ২১ জনের, শনাক্ত হয় ৯৮০ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৯৬৩ জন।
২৪ ঘণ্টায় নিহত ১৭ জনের মথ্যে পুরুষ ১০ জন এবং নারী ৭ জন। এ সময় ঢাকা বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৩, রাজশাহী ও খুলনায় মারা গেছেন একজন করে। এছাড়া বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে কেউ মারা যায়নি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনাভাইরাসে ৭ হাজার ৯২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৫৩৫ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন