ভিডিও
বিশ্বের সবচেয়ে লম্বা নারী তুরস্কের রুমেইশা গেলগি
দৈহিক উচ্চতা না থাকলে অনেকেই কটূকথার শিকার হয়ে থাকেন। সেই উচ্চতা নির্দিষ্ট মান অতিক্রম করে গেলেও সমস্যা। আর বিশ্বের সবচেয়ে লম্বা নারীর জীবন আরও ব্যতিক্রম হবে এমনটাই হবে।
বলা হচ্ছে, তুর্কি নারি রুমেইশা গেলগির (২৪) কথা। বিশ্বের সবচেয়ে লম্বা এই নারীর খোঁজ মিলেছে তুরস্কে। সম্প্রতি তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুমেইশার উচ্চতা ৭ ফুট শূন্য দশমিক ৭ ইঞ্চি। ২০১৪ সালে রুমেইশার বয়স যখন ১৮, তখনও বিশ্বের সবচেয়ে লম্বা মেয়ে হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল তার।
জানা যায়, জন্ম থেকেই উইভার সিন্ড্রোমে আক্রান্ত রুমেইশা। এই রোগ সাধারণত বিরল জিনগত রোগ। এতে আক্রান্তরা অস্বাভাবিক হারে বাড়তে থাকেন।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠার পর উৎসাহের সুরে তুর্কি এই নারী বলেন, উইভারের মতো জেনেটিক রোগ সম্পর্কে তথ্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবেন। মানুষকে এই সিনড্রোম সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলতে তিনি চারিদিকে ছড়িয়ে দেবেন।
প্রসঙ্গত, বিশ্বের সব চেয়ে লম্বা পুরুষও তুরস্কের বাসিন্দা। নাম সুলতান কোসেন। সুলতানের উচ্চতা ৮ ফুট ২.৮ ইঞ্চি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন