চট্টগ্রামে ডিজেলে লাল এবং সিএনজি চালিত পরিবহনে সবুজ স্টিকার
ডিজেলের দাম বৃদ্ধির কারণে ডিজেল চালিত পরিবহনে ভাড়া বৃদ্ধি করায় চলছে নানা ভোগান্তি।চট্টগ্রাম মহানগরে ভোগান্তি লাগবে ডিজেল ও সিএনজিচালিত বাসে লাল সবুজ স্টিকার লাগিয়ে শনাক্ত করছে ট্রাফিক পুলিশ বিভাগ।এসময় ডিজেল চালিত পরিবহনে লাল এবং সিএনজি চালিত পরিবহনে সবুজ স্টিকার লাগানো হয়।
১৩ নভেম্ভর শনিবার চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গায় সকাল থেকে শনাক্ত করতে স্টিকার লাগানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ডিজেল সিএনজি চালিত পরিবহনের পার্থক্য বা চিহ্ন না থাকায় জনসাধারণের ভোগান্তি অভিযোগের ভিত্তিতে এই কার্যক্রম পরিচালনা করা হয়।এসময় ডিজেল চালিত যানগুলোতে লাল এবং সিএনজির বেলায় সবুজ রঙের স্টিকার লাগানো হয়েছে।
আরো জানায়, প্রথমদিন নগরীর গুরুত্বপূর্ণ জায়গায় প্রায় দেড়শ যানবাহনে স্টীকার লাগানো হয়েছে এবং এই কার্যক্রম চলমান থাকবে।এমনি কেউ যদি স্টিকার ছিঁড়ে ফেলে বা নষ্ট করে ফেলে তাহলে আমরা গাড়ির নাম্বার ও তালিকা দেখে তাদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়
যাত্রীদের ভোগান্তি দূর করতে মূলত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ, বিআরটিএ এবং মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে ডিজেল ও সিএনজি চালিত মোটরযান নির্ধারণপূর্বক আলাদা স্টিকার লাগানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন