কলাপাড়ায় সারে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি পুনর্বাসন রবি ২০২০-২১ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরন করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুর ১২ টায় কলাপাড়া কৃষি সম্প্রসারন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব বিতরণ করা হয়।
বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার আবুহাসনাত শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ।
অনুষ্ঠানে উপজেলার ২ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের ৪ হাজার ২’শ ৯০ জন কৃষকের মাঝে ভ‚ট্রা,সূর্যমুখি,খেসারী,মূগ,গম ও সরিষা বীজ বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন