লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহতদের লাশ ফেরতের দাবী
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বলারহাট সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে ও লাশ ফেরতের দাবীতে বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার গোড়ল ইউনিয়নের বলারহাট এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
এ সময় উপজেলা বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত ১২ নভেম্বর কালীগঞ্জের সীমান্তে দুই বাংলাদেশীকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করলেও সেই লাশ এখনো ফেরত দেয়নি। এটা সরকারের চরম ব্যর্থতা।আমরা লাশ ফেরত চাই।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া উপদেষ্টা শিমুল বিশ্বাস ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় ব্যক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল, নিহত আসাদুজ্জামান ভাসানী ও ঈদ্রিস আলীর দুই ভাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন