আগামী বছর থেকে বাংলাদেশে কোভিড-১৯ টিকা উৎপাদন
আগামী বছর থেকে বাংলাদেশে কোভিড-১৯ টিকা উৎপাদন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে সালমান এফ রহমান জানিয়েছেন, আগামী মাস থেকে ভারতের সেরামের টিকা আসা শুরু হবে।
করোনা মহামারি রুখতে যখন ভ্যাকসিনের বাজারজাতকরণ সবে শুরুর দিকে, ঠিক সে সময় থেকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মূলায় ভারতের সিরাম ইনস্টিটিউটের টিকা নিতে প্রতিবেশী দেশটির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। তিন কোটি কোভিশিল্ড ভ্যাকসিন কেনার জন্য আর্থিক চুক্তি হলেও, প্রতিশ্রুতি রক্ষা হয়নি সেই দেনা-পাওনায়।
বিশ্ববাজারের বিকল্প উৎস আর কোভ্যাক্স থেকে টিকা নিয়ে দেশের ভ্যাকসিনেশন কার্যক্রম চালানো হলেও, এখনো সেই অ্যাস্ট্রাজেনেকা বুঝে পেতে চায় বাংলাদেশ। আগামী মাস থেকে পরের বছরের প্রথমভাগের মধ্যেই সিরাম ইনস্টিটিউটের প্রতিশ্রুত টিকা আসা শেষ হবে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি জানিয়েছেন, বেসরকারি খাতের পাশাপাশি বাংলাদেশ সরকারও টিকা উৎপাদন করবে এবং আগামী বছর থেকেই এ কার্যক্রম শুরু হবে।
শুধু টিকা আমদানিই নয়, দেশে উৎপাদনের প্রক্রিয়াও আগামী বছর থেকে শুরু হবে বলে জানান ওষুধ শিল্পের শীর্ষ এই উদ্যোক্তা।
দীর্ঘ মেয়াদে সুরক্ষা পেতে টিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, বুস্টার ডোজও নিতে হবে সবাইকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন