চট্টগ্রামে চাঁন্দগাওয়ে বাইক চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচি
চট্টগ্রাম মহানগরে চাঁন্দগাও থানা পুলিশের পক্ষ থেকে বাইক তথা মোটরসাইকেল চালকদের প্রতি সচেতনতা কর্মসূচি।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সিএন্ডবি মোড় সহ চাঁন্দগাও থানাধীন বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চালকদের প্রতি সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়।
এসময় মোটরসাইকেল চালকদের বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, বাইক চুরির হাত থেকে রক্ষায় যথাযথ নিরাপত্তা অবলম্বন সহ যাবতীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
এই বিষয়ে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন বলেন, মোটর সাইকেল জনিত দূর্ঘটনা এড়াতে বাইক চালকদের প্রতি বাইক চালানোর ক্ষেত্রে সতর্কতা, যথাযথ নিরাপদ জায়গায় বাইক রাখা এবং শক্ত এবং মজবুত তালা সবসময় সাথে রাখার জন্য নির্দেশনা দিতে আজকে থেকে সচেতনতা মূলক কর্মসূচি পালন করছি এবং এই কর্মসূচি চলমান থাকবে।
এসময় সচেতনতা মূলক লিফলেটও বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন