কুয়াকাটার সৈকতে ‘স্পেশাল ডে’ উদযাপন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ‘স্পেশাল ডে’ উদযাপন করছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
বুধবার সকাল ১০টায় ‘স্পেশাল ডে’ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে একটি অভিজাত আবাসিক হোটেলের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবের, টোয়াবের প্রেসিডেন্ট রাফিউজ্জামান ও কুয়াকাটা পৌর সভার সাবেক মেয়র আবদুল বারেক মোল্লা।
দিনব্যাপী সৈকতে হাডুডু খেলা, হাস ধরা ও নানা ক্রীড়া অনুষ্ঠান আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা এই উৎসবের প্রশংসা করে পর্যটকদের আরো সেবার মান বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানান।
টোয়াকের সভাপতি রুমান জানান, টোয়াকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুয়াকাটা সৈকতকে রঙিন সাজে সাজানো হয়েছে।
এছাড়া এই দিনে কুয়াকাটায় আগত সকল পর্যটকরা ৩০ পার্সেন্ট ছাড় পাচ্ছেন বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন