খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি না দিয়ে মানবাধিকার লঙ্ঘন : ফখরুল

হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপরও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি না দিয়ে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এ সময় দলটির সিনিয়র নেতারা খালেদা জিয়াকে স্লোপয়জনিং করার অভিযোগও করেন।

সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বেগম জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান দলের সিনিয়র নেতারা।

একইদিন কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ।

এ সময় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় সরকারই একমাত্র বাধা বলে দাবি করেন তিনি।

বিএনপির দাবি না মানলে সরকার পতনে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে দলটির নেতারা।

লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।