কবি গোলাম মাওলা জসিমের বই ‘সানাটু’র প্রথম খন্ডের মোড়ক উন্মোচন
কবি গোলাম মাওলা জসিমের ছড়ার বই ‘সানাটু’র প্রথম খন্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটির জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন দৈনিক আজাদীর ফিচার সম্পাদক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী।
বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি গোলাম মাওলা জসিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সাবেক সম্পাদক তৌহিদ হাসান, অভিনেতা মোহাম্মদ আলী, আবৃত্তি শিল্পী আশিক আরেফিন, নাট্য কর্মী সৌরভ পাল, শাহীন আলম প্রমুখ।
অনুষ্ঠানে প্রদীপ দেওয়ানজী কবি গোলাম মাওলা জসিমের জন্য শুভ কামনা করেন এবং ‘সানাটু’ প্রথম খন্ড শিশুদের জন্য খুবই ভাল একটি ছড়ার বই বলে মন্তব্য করেন। গোলাম মাওলা জসিম বলেন, ‘বইটিতে শিশুদের জন্য সমসাময়িক বিষয় নিয়ে ছড়া লিখেছি। শিশুদের হাতে বই দিতে হবে। তাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে না পারলে ভবিষ্যত প্রজন্ম বই বিমুখ হয়ে যাবে। প্রতি ঘরে যেন বইয়ের একটি তাক থাকে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন