পত্নীতলায় অসহায় রোগীদের মাঝে চেক হস্তান্তর

বুধবার ১৫ ডিসেম্বর পত্নীতলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৫ জন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় ব্যক্তিদের প্রত্যেকের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেয়া ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন স্থানীয় সাংসদ ও সভাপতি – আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি জনাব শহীদুজ্জামান সরকার।
এসময় তিনি বলেন, তার সরকার সব সময় অসহায় দরিদ্র গরিব জনগোষ্ঠীর পাশে আছে ও থাকবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা সহ সূধীজন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















