যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে যশোরের শার্শায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর)
সকালে সূর্যদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনের শুভ সুচনা করা হয়। মুক্তিযুদ্ধে শহীদদের মাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কাগজপুকুর সৃতিসৌধে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়।
শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নের কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে সূর্য উঠার সাথে সাথে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় গার্ড অব অনার প্রদান করেন ৪৯ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল সেলিম রেজা।
সকাল সাড়ে ৮টায় উপজেলা শেখ রাসের মিনি স্টেডিয়ামে উপজেলা পুলিশ প্রশাসনসহ সকল শিক্ষা প্রতিষ্টানের অংশ গ্রহণে কুজকাওয়াজ শরীর চর্চায় সালাম গ্রহন করেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন