নারায়ণগঞ্জে আইভীর বিপক্ষে হাতি নিয়ে লড়বেন তৈমুর
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত ডা: সেলিনা হায়াৎ আইভীকে দলীয় প্রতীক নৌকা দেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এড: তৈমুর আলম পেয়েছেন হাতি প্রতীক।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটানিং অফিসার মাহফুজা আক্তার প্রতিক বরাদ্দ দেন।
প্রতীক পেয়ে প্রার্থী সমর্থকরা স্লোগান দিতে দিতে জেলা নির্বাচন অফিসের কার্যালয় ত্যাগ করেন। পুরো নির্বাচন অফিসের আনাচে কানাচে যার যার প্রতিক নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হতে থাকে।
এসময় সাংবাদিকদের সাথে নৌকার প্রতিক পেয়ে ডা: সেলিনা হায়াৎ আইভী বলেন, জনগণ আমার একমাত্র ভরসা। জনগণের ভালবাসায় আমার নেএী শেখ হাসিনা আমাকে নৌকার প্রতিক দিয়েছেন। তাই জনগণকে সাথে নিয়েই নৌকার বিজয় ছিনিয়ে আনবো।
এছাড়াও মেয়র পরে আরও পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদের মধ্যে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাসুম বিল্লাহ হাতপাখা। খেলাফত মজলিস এবিএম সিরাজুল মামুন দেয়াল ঘড়ি। বাংলাদেশ খেলাফত আন্দোলন জসিম উদ্দিন বটগাছ। কল্যান পার্টির রাসেদ ফেরদৌস হাত ঘড়ি, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ঘোড়া প্রতিক পেয়েছেন।
প্রসঙ্গত, সিটি কর্পোরেশনে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন। নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। এদিকে ২৭ টি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৭ টি,বুথের সংখ্যা ১ হাজার ৩০১ টি। এছাড়াও অস্থায়ী বুথের সংখ্যা ৯৫ টি।
ভোট গ্রহণ আগামী ১৬ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন