ভোলার লালমোহনে গৃহবধু আত্মহত্যার নেপথ্যে স্বামীর নির্যাতন!
ভোলার লালমোহনে যৌতুকের জন্য স্বামীর নির্যাতন সইতে না পেরে আরজু বেগম (২৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার বিকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্য আসলী গ্রামের ছৈয়াল বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর বাবা সফিউল্যাহ বলেন, গত ৭ মাস আগে তার মেয়েকে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার মুসলমান বাড়ির নাজিমের কাছে বিয়ে দেন। বিয়ের সময় নগদ দেড় লক্ষ টাকা দিলেও আরও ৫০ হাজার টাকা দাবী করে বিভিন্ন সময় নির্যাতন করতে থাকে আরজুর স্বামী মো. নাজিম। স্বামীর নির্যাতন সইতে না পেরে দুপুরের দিকে স্বামীসহ আরজু আমাদের বাড়িতে টাকা নিতে আসে। টাকা দিতে দেরি হওয়ায় বিকাল বেলাও আরজুকে মারধর করে তার স্বামী। এ নির্যাতন সইতে না পেরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার দায়ে ওই গৃহবধূর বাবা থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন