যশোরের রাজগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ইটভাটার ক্ষতি

সোসাল মিডিয়ায় ক’দিন আগ থেকে আবহাওয়া অফিসের বরাদ দিয়ে বলা হচ্ছে, চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টা ২০মিনিটে মণিরামপুর উপজেলার রাজগঞ্জে হঠাৎ সেই বৃষ্টির দেখা মিলে। প্রায় ৪০মিনিট গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় এ এলাকায়। এতে হাট-বাজারে থাকা মানুষেরা ভোগান্তিতে পড়ে। ক্ষতি হয়েছে ইটভাটায় কেটে রাখা কাঁচা ইটের। হঠাৎ বৃষ্টির কারণে ভাটার কাঁচা ইট ঢাকতে পারেনি শ্রমিকরা।
রাজগঞ্জ এলাকার এক ইটভাটার ম্যানেজার মফিজুর রহমান বলেন- হঠাৎ বৃষ্টি হয়েছে। এতে মাঠে কেটে রাখা লক্ষ্য লক্ষ্য কাঁচা ইটে বৃষ্টির ছাপ পড়বে। এই ইটগুলো পোড়ানোর পর রেইনস্পট হিসেবে বিক্রি হবে। এতে লোকসানও হবে। রাজগঞ্জ এলাকার প্রত্যেক ইটভাটায় এরকম ক্ষতি হয়েছে বলে জানাগেছে।

এছাড়া এই বৃষ্টিপাতের কারণে রাজগঞ্জ এলাকায় হালকা-মাঝারি বাতাস হয়েছে। এতে শীত অনুভূত হয়েছে।