ঢাকা পল্লবী লায়ন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

লায়ন্স ক্লাব অব পল্লবীর উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধার বিভিন্ন স্থানে সাড়ে ৩শ’ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে স্থানীয় অডিটোরিয়াম হলরুম চত্বর, শওকাত বিন ইনছান হাফিজিয়া মাদ্রাসা ও কেতকীবাড়ি গ্রামে ১৫০ পিচ কম্বল ও ২শ’ পিচ শিশু পোশাক ও মাক্স বিতরণ করা হয়।বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন ফ্রেন্ডস এসোসিয়েশন’-৯৪।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলী সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। এসময় শিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, হাতীবান্ধা সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সিস্টিউটের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান, লায়ন প্রকৌশলী শাহ্জাদ ফেরদৌস কিন্জল, লায়ন্স ক্লাব অব ঢাকা পল্লবীর সভাপতি আবু কাউছার আকাশ, আলমগীর শরীফ, ফ্রেন্ডস এসোসিয়েশন’৯৪ এর সভাপতি মনিরুল ইসলাম পল্লব, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তপু, রফিকুল ইসলাম ও মাহাবুবর রহমান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন

















