ঝগড়ার পর বাপের বাড়ি গেল স্ত্রী, ফিরে এসে দেখল স্বামীর লাশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মো. রুহুল অমিন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের ভাড়াবাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত রুহুল আমিন পেশায় অটোচালক। তিনি মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বড়ঝলা এলাকার মো. আবুল কালামের ছেলে। তিনি স্ত্রী ও সাত মাস বয়সি ছেলেসন্তানকে নিয়ে মোহাম্মদপুর এলাকার আবদুল জলিলের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ৪-৫ দিন আগে স্ত্রী রাজিয়া আক্তার বাবার বাড়িতে চলে যান। রোববার সকাল ৯টার দিকে স্বামীর খোঁজে ভাড়া বাড়িতে এসে বাহির থেকে ঘরের দরজা বন্ধ দেখেন স্ত্রী।
এ সময় অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন।
মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন