সাতক্ষীরার তালায় সুধীজনদের সাথে খুলনা বিভাগীয় কমিশনারের মতবিনিময়
সাতক্ষীরার তালা উপজেলার সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন- এনডিসি।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বেলা ১২ টায় তালা উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমান, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিওকর্মী, সাংবাদিকবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় তালা উপজেলার জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের সম্ভাবনা ও সমস্যার কথা উঠে আসে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন