বগুড়ায় ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামীলীগ ধরাশায়ী!
ষষ্ঠ ধাপে বগুড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চার উপজেলার ২২ ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামীলীগ ধরাশায়ী হয়েছে। ২২টির মধ্যে মাত্র ৭টিতে জয় পেয়েছে আওয়ামীলীগ।
৩১ জানুয়ারী সোমবার রাতে উপজেলা চারটি নির্বাচনী কন্ট্রোল রুম থেকে এ ২২ ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে চার উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন-শৃঙ্খলা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ও আনসার সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করেন।
বগুড়ায় এবার সদরে ২, গাবতলীতে ২, সারিয়াকান্দিতে ১১ ও সোনাতলা উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচন হয়েছে।
সদর উপজেলায় ইউপি চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- ফাঁপোর ইউনিয়নে অটোরিকশা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান ও রাজাপুরে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রাজিবুল ইসলাম খাঁন রাজুু।
গাবতলী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- নেপালতলী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীকে শহিদুল ইসলাম বাবু ও সোনারায় ইউনিয়নে নৌকা প্রতীকে মজিবর রহমান আলতাফ। এ ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম ৫৬ ভোটে পরাজিত হয়। তার প্রতিক ছিলো চশমা।
সারিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- ফুলবাড়ি ইউনিয়নে আ’লীগ সমর্থিক নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুত তারিক, কামালপুরে নৌকা প্রতীকে রাছেদুজ্জামান রাছেল, চন্দনবাইশাতে নৌকা প্রতীকে মাহমুদুন্নবী হিরো, নারচিতে নৌকা প্রতীকে আলতাফ হোসেন তরফদার বান্টু, হাটশেরপুরে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ মেহেদী হাসান আলো, ভেলাবাড়ীতে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি নেতা) শরিফুল ইসলাম শিপন, বোহাইলে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান খান আসাদ, কুতুবপুরে চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম স্বপন, কর্ণিবাড়ীতে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আনোয়ার হোসেন দিপন, কাজলা ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অধ্যক্ষ রফিকুল ইসলাম, সদর ইউনিয়নে আনারস আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাফি।
সোনাতলা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- সদর ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন বেলাল, মধুপুরে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জামায়াত সমর্থিত আব্দুল আলিম, বালুয়া ইউনিয়ন নৌকা প্রতীকে আব্দুল আজিজ মণ্ডল, দিগদাইড়ে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. শহীদুল হক, জোড়গাছায় ঘোড়া প্রতীকে গোলাম রব্বানী, তেকানী চুকাইনগর ইউনিয়নে আনারস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদুল মণ্ডল ও পাকুল্লায় আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী লতিফুল বারী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন