খালেদার অবস্থা স্থিতিশীল, ফিরছেন বাসায়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান ডা. এফ এম সিদ্দিকী।তবে এটি অপরিবর্তীত থাকবে কিনা তা বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এক ব্রিফিংয়ে একথা জানান ডা. সিদ্দিকী।

এদিকে দীর্ঘ প্রায় ৮০ দিন পর রাজধানীর এভারকেয়ার হাসাপাতালে থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরছেন খালেদা জিয়া।সন্ধ্যার পর তার বাসায় ফেরার কথা রয়েছে।

এবিষয়ে ডা. সিদ্দিকী বলেন, করোনার ঝুঁকি এড়াতেই খালেদা জিয়াকে বাসায় চিকিৎসা দেওয়া হবে।

এছাড়া তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল হওয়ায় এবং তিনি নিজে বাসায় ফিরতে উদগ্রীব হওয়ায় চিকিৎসকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপি সূত্র জানায়, ইতোমধ্যে খালেদা জিয়াকে বাসভবন ফিরোজায় কর্মরত সবার করোনা টেস্ট করা হয়েছে। পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে পুরো বাসভবন। সংশ্নিষ্ট চিকিৎসকরা জানান, লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তক্ষরণ আপাতত বন্ধ রয়েছে। তাই তাকে বাসভবনে রেখেই চিকিৎসার চিন্তাভাবনা করা হয়েছে। এ জন্য তার বাসাতেই চিকিৎসার প্রাথমিক ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, খালেদা জিয়া নিজেও এখন আর হাসপাতালে থাকতে চাচ্ছেন না। এভারকেয়ার হাসপাতালে প্রায় আড়াই মাস রয়েছেন তিনি।চিকিৎসকরাও মনে করছেন, বাসায় পারিবারিক পরিবেশে রাখতে পারলে খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে আরও শক্ত হতে পারবেন। অন্যদিকে হাসপাতালে প্রতিনিয়ত করোনা রোগীর আগমন ঘটছে। এতে খালেদা জিয়াও আক্রান্ত হতে পারেন বলে তারা আশঙ্কা করছেন। এর আগে তিনি হাসপাতালে থেকেই দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছিলেন।