সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে আউটডোর সেবা বন্ধ !! ভর্তি রোগীর চাপ বেশি
সিলেটে বাড়ছে করোনা। আর এ রোগীর সংখ্যা বেশির ভাগ দেখা যাচ্ছে বৃদ্ধরা। ইতোমধ্যে হাসপাতালে ভর্তি রোগী সামাল দিতে (আউটডোর)-এ সেবা বন্ধ রাখা হয়েছে । বর্তমানে এ হাসপাতালে ৫৫ জন কোভিড রোগী চিকিৎসা নিচ্ছেন। আর আইসিইউতে ভর্তি আছেন ১২ জন। আইসিইউতে বয়স্ক ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী বেশী।
সিলেটে করোনার জন্য ডেডিকেটেড হাসপাতাল হচ্ছে শহীদ ডা: শামসুদ্দিন আহমদ হাসপাতাল। ২০২০ সালের মার্চে বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়ার পর থেকে ১০০ শয্যার এ হাসপাতালটি কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে আসছে। এ পর্যন্ত এ হাসপাতালে প্রায় ১০ হাজার কোভিড রোগী চিকিৎসা নিয়েছেন। ২০২১ সালের অক্টোবরের পর থেকে করোনার সংক্রমণ কমে আসায় হাসপাতালটি ফের আউটডোর খোলার সিদ্ধান্ত হয়। ২০২২ সারের জানুয়ারি থেকে চালু হয় আউটডোর সার্ভিস। কিন্তু ভর্তি রোগীর চাপ বাড়তে থাকায় মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী থেকে এ হাসপাতালের আউটডোর সেবা বন্ধ হয়ে গেছে।
এ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিজানুর রহমান বন্ধ হবার বিষয়টি নিশ্চিত করে ছেন। জানা যায়, হাসপাতালটিতে প্রতিদিনই কোভিড রোগী ভর্তি হচ্ছে। মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী) বিকাল ৪টায় পর্যন্ত ৪ জন কোভিড রোগী ভর্তি হয়েছেন। সবমিলিয়ে ৫৫ জন কোভিড রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে আছেন ১২ জন। মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী) সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ২ জন কোভিড রোগী মারা গেছেন জানিয়ে তিনি বলেন, তাদের হাসপাতালে অনেক গুরুতর রোগী ভর্তি আছেন। বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বয়স্ক রোগীর সংখ্যা বেশী। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। কোভিডের সংক্রমণ রোধে সকলকে সতর্ক হবার পরামর্শ দেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন